
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইডেনে ধুন্ধুমার। কেকেআর বনাম সিএসকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার প্রথম একাদশে নেই ভেঙ্কটেশ আইয়ার। হাতে স্টিচ রয়েছে তাঁর। সেই কারণে তাঁকে ছাড়াই প্রথম একাদশ বেছে নেওয়া হয়েছে। ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে দলে এসেছেন মণীষ পাণ্ডে।
মণীষ হতাশ করেননি। তিনি এখন আর নিয়মিত নন। তবুও দলের প্রয়োজনে মণীষ পাণ্ডে দ্রুত ২৮ বলে ৩৬ রান করেন। কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে করল ৬ উইকেটে ১৭৯ রান।
এদিন গুরবাজ ও সুনীল নারিন ওপেন করতে নামেন কেকেআরের হয়ে। দলের রান যখন ১১, তখন ফিরে যান আফগানিস্তানের তারকা ক্রিকেটার। ব্যক্তিগত ১১ রান করেন গুরবাজ। নারিন চটজলদি ১৭ বলে ২৬ রান করেন। অধিনায়ক অজিঙ্ক রাহানে ৩৩ বলে চটজলদি ৪৮ রান করে যান। অঙ্গকৃষ ব্যর্থ হলে ইডেনে দেখা যায় রাসেল-ম্যানিয়া। ২১ বলে চটজলদি ৩৮ রান করেন রাসেল। ঠিক যখন মনে হচ্ছে রাসেল ম্যাচ নিয়ে চলে যাবেন নিজেদের সাজঘরে, ঠিক তখনই ফিরলেন রাসেল। ২১ বলে ৩৮ রান করেন ক্যারিবিয়ান দৈত্য। রিঙ্কু ম্যাজিক চলল না। মাত্র ৯ রানে তিনি ফিরলেন।
এই ম্যাচের সব আবেগ কেড়ে নিয়েছেন একজন। তিনি মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দলের হয়ে খেলার আগে এই ইডেন, কলকাতার বিভিন্ন মাঠে খেলে গিয়েছেন ধোনি। এই শহর তাঁরও খুব চেনা। ইডেনে তিনি নামা মানেই জনসমর্থন তাঁর দিকে। টসের সময়ে তাঁকে দেখে প্রবল হর্ষধ্বনি। ধোনি ফিরে যাচ্ছিলেন তাঁর ফেলে আসা সময়ে। ইডেনে সম্ভবত শেষ বার খেলতে নেমেছেন ধোনি। উইকেটের পিছনে এখনও তিনি আগের মতোই ক্ষিপ্র। নারিনকে স্টাম্প করলেন। রঘুবংশীর ক্যাচ ধরলেন। এবার ব্যাট হাতে কী করেন, সেটাই দেখার।
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
বিশ্বকাপে দেখা যাবে না ভারত–পাক ম্যাচ! বড় সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের